Friday, October 18International Online Tv Portal
Shadow

বাংলাদেশে রোজা কবে, জানা যাবে আজ

অনলাইন ডেস্ক :

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে- তা জানা যাবে আজ বুধবার। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে বুধবার এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করতে হবে। আর পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এদিকে বুধবার চাঁদ দেখা না গেলে চলতি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শুক্রবার থেকে রোজা রাখতে হবে। এর আগে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে।এ বিজ্ঞপ্তিতে প্রথম ছয় রোজায় প্রতিদিন দেড় পারা কোরান তেলওয়াত এবং পরবর্তী ২১ দিন এক পারা করে কোরান তেলওয়াতের আহ্বান জানানো হয়েছে। এতে পবিত্র শবে কদরের রাতে পবিত্র কোরান খতম সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *