Thursday, May 2International Online Tv Portal
Shadow

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করলেন পরাগ আগরওয়াল

অনলাইন ডেস্ক :

সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের দায়িত্ব নেবার পর ইলন মাস্ক টুইটারের তিনজন শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছিলেন। তাঁরাই এবার মামলা দায়ের করলেন মাস্কের বিরুদ্ধে। তাদের প্রাক্তন চাকরির সাথে সম্পর্কিত মামলা এবং তদন্তের খরচ চালিয়ে যাবার জন্য অর্থ ফেরত চেয়ে মামলা দায়ের করা হয়েছে। প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল, টুইটারের প্রাক্তন প্রধান আইনি এবং আর্থিক কর্মকর্তাদের সাথে একত্রিত হয়ে মামলায় দাবি করেছেন যে তাদের মোট ১ মিলিয়ন ডলারেরও বেশি পাওনা রয়েছে এবং টুইটার তাদের অর্থ প্রদান করতে আইনত বাধ্য। এবিষয়ে AFP -এর প্রশ্নের উত্তরে শুধুমাত্র একটি পপ ইমোজি দিয়ে দায় সেরেছে টুইটার। আদালত ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিওজে) দ্বারা অনুসন্ধান সম্পর্কিত অসংখ্য ব্যয়ের রূপরেখা দিয়েছে, তবে তদন্তের প্রকৃতি বা সেগুলি এখনও চলমান কিনা সে সম্পর্কে বিশদে কিছু জানায়নি। আগরওয়াল এবং তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল গত বছর এসইসিকে সাক্ষ্য প্রদান করেছিলেন এবং আদালতের নথি অনুসারে ফেডারেল কর্তৃপক্ষের সাথে জড়িত থাকার চেষ্টা চালিয়ে গেছেন। মাস্ক টুইটার শেয়ার সংগ্রহ করার সময় সিকিউরিটিজ নিয়ম মেনেছিলেন কিনা তা তদন্ত করছে এসইসি। প্রাক্তন টুইটারের প্রধান আইনী কর্মকর্তা বিজয়া গাড্ডেকে সাইটটির বিষয়বস্তু নিয়ে কংগ্রেসের একটি শুনানিতে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। গাড্ডেকে একটি মামলায় আসামী হিসাবেও জড়িয়ে দেওয়া হয়েছিল। মাস্ক ৪৪ বিলিয়ন দিয়ে টুইটার অধিগ্রহণ করার পর অক্টোবরের শেষের দিকে আগরওয়াল, গাড্ডে এবং সেগালকে তাদের পদ থেকে সরিয়ে দেন।

Print Friendly, PDF & Email

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *