Friday, September 20International Online Tv Portal
Shadow

ইতালিতে আনন্দ উদ্দীপনায় পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

সজীব আল হোসাইন | প্রবাস ডেস্ক | ইতালি |

ইতালি ভেনিসে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মেস্ত্রে বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে ৫টি জামাত এবং মারঘেরা জামে মসজিদের ৫টি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া ইতালির জোবানি পের লুমানিতা ও স্থানীয় বাংলাদেশ মুসলিম কমিউনিটি তত্ত্বাবধানে খোলা মাঠে বিশাল ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। প্রবাসী বাংলাদেশিরা নামাজ আদায় করে একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। শুক্রবার থাকায় মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মত ছিল।

এছাড়াও ইতালির রোমে পিয়াচ্ছা ভিত্তোরিয়ায় মাঠ ভেনিস, মিলান, বারি, নাপলি, আনকোনা, জেনোভা ইজলো, মনফালকনে, ত্রেভেজো’সহ বিভিন্ন শহরে স্থানীয় মুসলিম কমিউনিটির আয়োজনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *