Friday, September 20International Online Tv Portal
Shadow

“ঈদে রিজভী-হৃদয়ের নতুন গান”

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো জনপ্রিয় গীতিকার রেজাউর রহমান রিজভীর কথায় গাইলেন তরুণ কণ্ঠশিল্পী বারী দেওয়ান হৃদয়। “ফিরে আসো না” শিরোনামের এই গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী বারী দেওয়ান হৃদয় নিজেই। “স্মৃতিটাকে ভুলে গিয়ে/ মনটাকে ভেঙ্গে দিয়ে/ এভাবে যাবে এমন কথা ছিল না/ আসো না, আসো না/ ফিরে আসো না”- এমন কথায় গানটির লিরিক্যাল ভিডিও ঈদ উপলক্ষে ২০ এপ্রিল রাতে বারী দেওয়ান হৃদয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। শীঘ্রই গানটির পুর্ণাঙ্গ মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলে শিল্পী বারী দেওয়ান হৃদয় জানিয়েছেন।

গানটি প্রসঙ্গে শিল্পী বারী দেওয়ান হৃদয় বলেন, “ফিরে আসো না” গানটির সুর-সঙ্গীতে কিছুটা ক্লাসিক্যাল ফিউশন আনা হয়েছে। ফলে প্রচলিত স্যাড-রোমান্টিক ঘরানার গানের মধ্যে এই গানটি কিছুটা ভিন্নতার দাবি রাখবে বলে আমার বিশ্বাস।

গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, “ফিরে আসো না” গানটি লেখা হয়েছিলো সুরের ওপরে। আর যে কোন গান সুরের ওপরে লেখা কিছুটা কঠিন বৈ কি। কারণ গানের মূল ভাবের ধারাবাহিকতা বজায় রাখাটাই এখানে প্রধান চ্যালেঞ্জ। এক্ষেত্রে আমি “ফিরে আসো না” গানটির মূল থিম নির্বাচন করেছি স্যাড-রোমান্টিক হিসেবে। শিল্পী বারী দেওয়ান হৃদয়ও গেয়েছেন আপন মহিমায়। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।

উল্লেখ্য, শিল্পী বারী দেওয়ান হৃদয় সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন ২০ বছর ধরে। ২০১২ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। এরপর বেশ কিছু মৌলিক গান ছাড়াও কাভার করেছেন জনপ্রিয় কিছু গান। চলতি বছরেও বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হবে বলে হৃদয় জানিয়েছেন।

অপরদিকে গানের ভুবনে রেজাউর রহমান রিজভীর নিয়মিত পথচলা এক দশক ধরে। এই এক দশকে রিজভীর কথায় দুই বাংলার শতাধিক শিল্পী সঙ্গীত পরিবেশন করেছেন। গীতিকারের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ড, বাংলার সঙ্গীত স্বাধীনতা স্বারক, বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা। নিজের গীতিকবিতা নিয়ে একাধিক বইও প্রকাশ করেছেন রিজভী।

“ফিরে আসো না” গানের লিংক: https://youtu.be/XFJA68iwGis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *