Tuesday, October 22International Online Tv Portal
Shadow

জেলা আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুুত থাকতে ভৈরববাসীর প্রতি আহবান জানিয়েছেন সোলাইমান হোসাইন

সজীব আল হোসাইন | ইতালি থেকে।

ভৈরব সমিতি ভেনিসের সভাপতি ও ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সোলাইমান হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের শেষ ইচ্ছা ভৈরবকে জেলায় উন্নীত করার স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরো বলেন, তথাকথিত ১/১১-এর সরকারের সময় জিল্লুর রহমানের ‘নো হাসিনা, নো ইলেকশন’ এই দাবির মুখে কারাবন্দি শেখ হাসিনাকে মুক্তি দিয়ে তাঁকে নিয়ে নির্বাচনে যেতে বাধ্য হন। আর সেই নির্বাচনে জয়ী হয়েই আওয়ামী লীগ সরকার গঠন করে। যার ধারাবাহিকতা আজও আছে।আলহাজ্ব জিল্লুর রহমানের সেই অবদানকে নিশ্চয় জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুলে যাননি। তাই জিল্লুর রহমানের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভৈরবকে জেলায় উন্নীত করব, ইনশাআল্লাহ।এই ঘোষণাকে, ভৈরববাসীকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি, তাঁর শেষ স্বপ্ন বাস্তবায়নের তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করছি। এ সময় তিনি আরও বলেন, ভৈরববাসী লড়াই-সংগ্রামে অধিকার আদায় করা মানুষ। সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে, স্বাধীনতা যুদ্ধ অবধি প্রতিটি লড়াই-সংগ্রামে সামনের কাতারে দাঁড়িয়ে আন্দোলন করেছেন ভৈরবের কৃতী সন্তানরা। তাদের প্রজন্ম হিসেবে অধিকার আদায় করার মন্ত্র তাদের জানা আছে। তাই অধিকার আদায়ে রাজপথে নামার আগে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় রাজপথের দখল নেওয়া ছাড়া তাদের অবশিষ্ট থাকবে না। জেলা আদায়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ ভৈরববাসীর প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *