Tuesday, October 22International Online Tv Portal
Shadow

ভৈরবের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন এর ১৪ তম মৃত্যু বার্ষিকী আজ

সোহানুর রহমান সোহান | ভৈরব অনলাইন ডেস্ক |

আজ ২০ নভেম্বর ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযুদ্ধ কালীন সময়ে ৩ নং সেক্টরের গ্রুপ কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন এর ১৪ তম মৃত্যবার্ষিকী। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় ভৈরব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির অন্যতম সহ-সভাপতি ছিলেন। তিনি ভৈরবে সর্ব প্রথম রেডিমেট কাপড়ের ব্যবসা চালু করেন। এবং একজন ভোজন বিলাসী সৌখীন পুরুষ ছিলেন তিনি। বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন ২০০৯ সালের ২০ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে ৭৬ বছর বয়সে ভৈরব আল -শেফা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী নূরজাহান বেগম সহ ৩ পুত্র সন্তান ও ৬ কন্যা সন্তান নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার বড় ছেলে ভৈরব পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও প্রতিথযষা সাংবাদিক এম.আর. সোহেল ও ছোট ছেলে বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আপেল মাহমুদ, ও ইতালি প্রবাসী রুবেল মাহমুদ। তিনি, ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ এর সাবেক সফল সমাজ কল্যাণ সম্পাদক হাদিয়া রহমান সংগীতা ও ভৈরব উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও বিজয় টিভির ভৈরব প্রতিনিধি তরুণ লেখক সোহানুর রহমান সোহান এর শ্রদ্ধেয় দাদা। এ দিকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারবর্গের পক্ষ থেকে তার নিজ বাড়ী ভৈরবস্থ সেন ভবনে সকাল থেকে খতমে কুরআন পাঠ ও মিলাদ। বাদ যোহর জমির উদ্দিন মুন্সি বাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ, ভৈরব পৌর কবরস্থান ও জামে মসজিদে মিলাদ মাহফিলসহ ভৈরবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন এর জ্যেষ্ঠ ছেলে সাংবাদিক ও রাজনীতিবিদ এম.আর.সোহেল জানান, আজ আমার বাবার ১৪ তম মৃত্যুবার্ষিকী সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আ্ল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

উল্লেখ্য যে, তৎকালীন কলিকাতা কোর্টের জুড়ি ও বিশিষ্ট দানবীর আব্দুল আজিজ পৌর মাতৃসদন এর স্থান দাতা আব্দুল আজিজ মিয়ার সুযোগ্য দৌহিত্র ছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও গ্রুপ কমান্ডার ছিদ্দিকুর রহমান সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *