Friday, October 18International Online Tv Portal
Shadow

অ্যামাজনে আবারও চাকরি হারাচ্ছেন ৯ হাজারেরও বেশি কর্মী

অনলাইন ডেস্ক :

বিশ্বের অন্যতম প্রযুক্তি সংস্থা অ্যামাজন ফের আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করল অ্যামাজন। এছাড়া গত জানুয়ারিতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এ সংস্থাটি। ফলে চাকরি হারিয়েছেন এ সংস্থায় কর্মরত অধিকাংশ কর্মীরা। সম্প্রতি একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এর মধ্যে রয়েছে ডেল। বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এ বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের দিকে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও।

গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটেও। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *