Tuesday, October 22International Online Tv Portal
Shadow

এনটিআর জুনিয়রের সর্বশেষ ৫ সিনেমার আয় ১৭৪৮ কোটি রুপি

অনলাইন ডেস্ক :

‘ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশনের প্রতিপক্ষ এনটিআর জুনিয়র। ঘোষণাটি দক্ষিণ ভারতীয় তারকার ভক্তদের খুশিতে ভরিয়ে দিয়েছে। তারা নিশ্চিত যে, বক্স অফিসে পরপর ছক্কা হাঁকানোর ধারাবাহিকতা অক্ষুন্ণ রাখতে যাচ্ছেন এ অভিনেতা।

সর্বশেষ ‘আরআরআর’ দিয়ে এনটিআর জুনিয়র এখন বৈশ্বিক তারকা। সে সিনেমা অস্কার ও গোল্ডেন গ্লোবের মতো বড় আসর মাতিয়ে এসেছে।

এনটিআর জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘আরআরআর’। তবে শুধু এক সিনেমা দিয়েই তার এত জনপ্রিয়তা, এমন না। ট্র্যাক রেকর্ড ঘেটে দেখা যায়, সর্বশেষ সিনেমাগুলো হিট, সুপারহিট ও ব্লকবাস্টারের খেতাব পেয়েছে।

এনটিআর জুনিয়ার অভিনীত ‘নানাকু প্রেমাথো’ ছবির বিশ্বব্যাপী গ্রস ছিল ৮৭ কোটি রুপি। এরপর মুক্তি পাওয়া ‘জনতা গ্যারেজ’ আয় করে ১৩৪ কোটি রুপি। ‘জয় লভ কুশ’ ও ‘অরাবিন্দ সামিথা ভিরা রাগাভা’র আয় যথাক্রমে ১২৬ কোটি রুপি ও ১৬০ কোটি রুপি।

তবে সব ছবিকে ছাড়িয়ে গেছে এসএস রাজমৌলি পরিচালিত ‘আরআরআর’। ১২৪১ কোটি ‍রুপি আয়ের সিনেমাটিতে আরো আছেন রাম চরণ।

এই পাঁচটি ছবির বৈশ্বিক আয় ১৭৪৮ কোটি রুপি। অবাক হওয়ার কিছু নেই যে, মোট আয়ের প্রায় ৭১ শতাংশ হিস্যা ‘আরআরআর’-এর।

বর্তমানে এনটিআর জুনিয়রের হাতে রয়েছে দুই সিনেমা। জাহ্নবী কাপুরের বিপরীতে ‘এনটিআর ৩০’। আর ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘ওয়ার টু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *