Tuesday, October 22International Online Tv Portal
Shadow

ভৈরবে ‘হায় হোসেন, হায় হোসেন বুক ফাটা বিলাপের ধ্বনিতে আশুরা উদযাপিত

সোহানুর রহমান সোহান | ভৈরব অনলাইন ডেস্ক |

ভৈরবে শাহাদাতে কারবালা দিবস পালিত হয়েছে। ছোট বড় প্রায় ১৬ টি ইমাম বাড়াতে আশুরার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কারবালা স্বরণে পহেলা মহরম থেকে জারি জিকির দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করার মাধ্যমে ভৈরবে পবিত্র আশুরা উদযাপিত হয়েছে। দিনটিকে স্মরণ করে দেশের অন্যান্য স্থানের মতো ভৈরবের পৌর শহরসহ বিভিন্ন এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। সেসব মিছিল থেকে হাজার হাজার মানুষ ‘হায় হোসেন, হায় হোসেন’ বুক ফাটা বিলাপে চারপাশের আকাশ-বাতাসকে প্রকম্পিত করে তোলে।ইমামবাড়ায় শোকের ভাব ধারণ করে শোকগাধাঁ, মর্সিয়া মাতম এবং ধর্মীয় অনুষ্ঠানে নারী ও পুরুষগণ অংশ নেয়। পৌর এলাকায় লক্ষীপুর হোসাইনী মঞ্জিলের খাদেম বীর মুক্তিযোদ্ধা মোখলেছ ফকির বলেন, অষ্টগ্রামের পীর সৈয়দ আলাই মিয়া সাহেব (রহঃ) ভক্তবৃন্দ প্রায় দেড়শ বছর যাবৎ দিবসটি পালন করে আসছে। পৌর এলাকার লক্ষীপুরে কারবালা মাঠ নামে খ্যাত স্থানে এ বছর তাজিয়া মিছিল করা হয়। এছাড়াও পাঠ করে সেই দিনের শোকাবহ পুঁথি, গজল। উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শোকাবহ তাজিয়া মিছিলগুলো নানা প্রকার বাদ্যযন্ত্রের তালে তালে ঘোড়া, মিনার, পালকি নিয়ে বিলাপ করতে করতে দীর্ঘ পথ হেঁটে মিলিত হয় আশুরার মাঠে। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরের লক্ষ্মীপুর গ্রামের সেই আশুরার মাঠ ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে ওঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে। আজকের এই আশুরার মাঠ পরিণত হয় যেন কারবালার সেই মাঠে ! এদিকে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শাহ আলম মোল্লা বলেন, এই ধর্মীয় অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় তিনস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *