Tuesday, October 22International Online Tv Portal
Shadow

ভৈরবের চন্ডিবের মোল্লাবাড়িতে বংশলতিকার মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক :

রবিবার ২৩ এপ্রিল ঈদের দ্বিতীয় দিন কিশোরগঞ্জ জেলার ভৈরবের ১০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহি চন্ডিবের মোল্লাড়িতে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট লেখক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ্ এর সম্পাদনায় “বংশলতিকা” গ্রন্থের প্রকাশনা উৎসব-২০২৩ স্থানীয় ব্লু-বার্ড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হাফেজ আশফাক মোল্লা নয়নের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি মোল্লাবাড়ির সিনিয়র ব্যক্তিত্ব হাজী মোঃ শের আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন ভৈরবের কৃতি সন্তান, কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি বরিশাল জেলার গোয়েন্দা সংস্থার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বিল্লাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফিরোজুর রহমান মোল্লা, ঢাকাস্থ ভৈরব সমিতির সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন নিউজের ভৈরব প্রতিনিধি সাংবাদিক তুহিনুর রহমান মোল্লা, জাতীয় দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুমন মোল্লা, ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির হোসেন, ব্লু-বার্ড প্রেসের স্বত্বাধিকারী জসীম উদ্দিন রবিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকীসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাইদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *