Tuesday, October 22International Online Tv Portal
Shadow

সারাদেশে’সহ কুমিল্লায় বাড়ছে ড্রাগন ফলের চাষ

অনলাইন ডেস্ক :

সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ড্রাগন ফল। কুমিল্লার চান্দিনার হারং গ্রামের মাঠে পিঙ্করোজ, রেড বেল ও হোয়াইট ড্রাগন চাষ হচ্ছে। জানা যায়, চাষী কামাল হোসেন দুই বিঘা জমিতে এ ফলের চাষ করছেন।

এক বছর আগে তিনি ড্রাগন ফলের চারা রোপন করেন। তার এই জমির লিজসহ খরচ হয় প্রায় ৬ লক্ষ টাকা। ঠিক ১ বছর পর সেসব চারা থেকে ফল আসতে শুরু করে।

ইতিমধ্যে তিনি লাখ খানেক টাকার ফল বিক্রি করেছেন বলে জানা গেছে। তিনি আশাবাদী আগামী বছর নাগাদ তার পুঁজি ফেরত আসবে।

সংবাদ সূত্রে জানা যায়, ইউটিউবে দেখে কামাল অনুপ্রাণিত হন। পরে তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শে চারা রোপন করা শুরু করেন। তিনি তার জমিতে কোন বিষ প্রয়োগ করেন না। এছাড়া ফল জমিতে সঠিক সময়ে পাকার পর তা সংগ্রহ করেন। যার কারণে ফলের স্বাদ, রং ও ঘ্রাণ দারুণ হয়ে থাকে।

ড্রাগন ফল মূলত উচ্চমানের ভিটামিন ও পুষ্টিমান সম্পন্ন হয়ে থাকে। এটি মানুষের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। এটি ফ্রিজিং ছাড়া সাধারণ তাপমাত্রায় এক সপ্তাহ সতেজ থাকে। এটি একটি বিদেশি ফল হলেও বর্তমানে বাংলাদেশে ব্যাপক আকারে চাষ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *