Tuesday, October 22International Online Tv Portal
Shadow

স্বাভাবিক হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার

অনলাইন ডেস্ক :

সাত ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর লেনদেন স্বাভাবিক হয়েছে বাংলাদেশ ব্যাংকের। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সার্ভারের সমস্যা সমাধান করায় সন্ধ্যা ৭টা থেকে সব লেনদেন স্বাভাবিকভাবে চলছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে সমস্যা দেখা দিলে ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাচ্ছিল না। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে সমস্যা দেখা দিয়েছিল। এর আগে বুধবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে এই সমস্যা দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *