Thursday, May 2International Online Tv Portal
Shadow

এসবই এক প্রকার কুৎসিত মানসিকতা- আশরাফুল আলম খোকন

অনলাইন ডেস্ক :

আমাদের মানসিকতা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে।সবাই কেমন যেন অতৃপ্ত আত্মা নিয়ে চলি, কোন সন্তুষ্টি নাই। অন্যের ভালোতে তারিফ করতে জানিনা। শুধু ভুল খুঁজে বেড়াই, হিংসায় মরে যাই।

একটা সুন্দর মেয়ে যদি ভালো রেজাল্ট করে, বলবে, হয়তো শিক্ষকের সাথে লাইন মেরেছে। যদি চাকুরীতে ভালো করে, খুব নোংরা ভাবে বলবে, বস এর সাথে শুয়ে শুয়ে প্রমোশন পাচ্ছে। সে যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন। কিন্তু মেয়েটি যদি দেখতে অসুন্দর হয়, গর্ব করে বলবে, অনেক মেধাবী, মেয়েটা তার যোগ্যতা দিয়ে এতদূর এসেছে।

এসবই এক প্রকার কুৎসিত মানসিকতা। এই মানসিকতা থেকেই আমরা, সোশ্যাল মিডিয়ার ভাইরাল একজন স্বীকৃত চোরকে নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি বানাই। ওই এলাকাই হয়তো অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, তাকে হিংসা করি।

এই কুৎসিত মানসিকতা থেকেই একটি কুরুচি সম্পন্ন মানুষকে জাতির হিরো বানিয়ে দেয় দেই। পত্রিকায় উপ-সম্পাদকীয় আসে, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয়, আমি ই …। আর এই মানসিকতা থেকেই মামুনুর রশীদের মত ব্যক্তিত্বদের অসম্মান করি।

কার্টেসি : প্রধানমন্ত্রীর সাবেক প্রেস উপসচিব আশরাফুল আলম খোকন এর ফেসবুক ওয়াল থেকে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *