Thursday, May 2International Online Tv Portal
Shadow

ফিলিস্তিনি জনগণ বলে কিছু নেই: ইসরাইলি মন্ত্রী

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী বেজালেল স্মোট্রিচের আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। ‘ফিলিস্তিনের কোনো ইতিহাস নেই, ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই’-ইসরাইলি মন্ত্রীর এ মন্তব্যকে ‘বর্ণবাদী ও জাতিবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেছেন আরব নেতারা। এর আগে গত মাসের শেষ দিকে পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ইসরাইলি সেটেলারদের হামলা ও তাণ্ডবের পর ওই গ্রামগুলো ‘মুছে ফেলার’ আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সবশেষ গত রোববার (১৯ মার্চ) ফ্রান্স সফরকালে এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেন এ মন্ত্রী। বলেন, ‘ফিলিস্তিনের ইতিহাস বা সংস্কৃতি নেই আর ফিলিস্তিনি জনগণ বলেও কিছু নেই।’ বেজালেলের আপত্তিকর এই মন্তব্য ‘জাতিগত বিদ্বেষী’ অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মিশর ও জর্ডান। শুধু তাই নয়, আম্মানে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে তীরস্কার করেছে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সরকার। জর্ডানের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (২১ মার্চ) রয়টার্সকে বলেন, ইসরাইল সরকার জর্ডানকে নিশ্চিত করেছে, উগ্রপন্থি ইহুদিবাদী নেতা ও মন্ত্রী বেজালেলের আচরণ ও মন্তব্য সরকারের বক্তব্যের প্রতিনিধিত্ব করে না।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *