Friday, May 17International Online Tv Portal
Shadow

ভৈরবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

সোহানুর রহমান সোহান | ভৈরব অনলাইন ডেস্ক |

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এ প্রতিপাদ্য-কে সামনে রেখে ভৈরব সদর শাখা, ভৈরব এরিয়া রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বেলা ১০ টায় রিক কার্যালয়ের নিচে শহীদ শেখ রাসেল এর স্থায়ী তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর কর্মকর্তা- কর্মচারী বৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে, বাদ আসর আয়োজন করা হয় দোয়া-মাহফিল এবং দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার বেনু, সভাপতিত্ব করেন,ব্রাহ্মণবাড়িয়া জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভৈরব এরিয়া ম্যানেজার মোঃ মুজিবুর রহমান, ভৈরব সদর শাখার ম্যানেজার শ্রী অকিল কুমার, অত্র শাখার কর্মকর্তা এস.এম মঞ্জুরুল আলম, মোঃ খায়রুল ইসলাম, মোশাররফ হোসেন খান সাইদুর রহমান এছাড়াও ভৈরব এরিয়া সকল ম্যানেজারগণসহ সেতু এনজিও এরিয়া ম্যানেজার প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে- ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু পৌর বলেন, রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর আদর্শের যোগ্য উত্তরসূরি হিসেবে দেশ-জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারতেন। ৭৫-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে জাতিকে নেতৃত্ব ও মেধাশূন্য করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবে আলো দেখেনি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি৷

এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে
দিবসটি উদযাপনে নানা কর্মসূচী আয়োজন করে, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ভৈরব সদর শাখা,ভৈরব এরিয়া ব্রাহ্মণবাড়িয়া জোনাল।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *