Tuesday, October 22International Online Tv Portal
Shadow

উৎসব মুখর পরিবেশে ইতালিতে ঈদুল আজহা পালিত

অনলাইন ডেস্ক :

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানী রোম’সহ ভেনিস, মিলানো, জেনোভা, মনফালকুনে, নাপলি, ত্রেভিজো, বলোনিয়া’সহ প্রতিটি শহরেই বিভিন্ন দেশের অভিবাসী’সহ প্রবাসী বাংলাদেশীরা মসজিদে ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। স্থানীয় সময় সকাল ৬ টা হতে শুরু হওয়া নামাজের জামাত চলে সকাল সোয়া ৯ টা পর্যন্ত। ভেনিসের বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে ৫ টি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ধর্মপ্রাণ প্রায় ৩ হাজার মুসুল্লি ঈদের নামাজ আদায় করেন। সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা জামাতে অংশগ্রহণ করেন। ছুটির দিন না হওয়ায় অনেক বাংলাদেশী নামাজ আদায় করতে পারিনি। এছাড়া অনেক মুসুল্লি ঈদের নামাজ আদায় শেষে পরিবারের সদস্যদের সাথে সময় না কাটিয়ে কাজে চলে যায়। ইতালিয় আইন মেনে নামাজ আদায় শেষে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতালিস্থ সামাজিক সংগঠন ভৈরব ভেনিস পরিষদের বর্তমান সভাপতি কাজী রোনাক সকল বাংলাদেশী প্রবাসীদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *